Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ২২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির অবস্থান কর্মসূচিতে আসার সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা আবুল ব্যাপারীর মোটরসাইকেল ভাংচুর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় বিএনপি নেতা-কর্মীরা ছাত্রলীগকে দায়ী করেন।

এদিকে দুপুরের পর থেকে আলাইপুর এলাকাসহ শহর জুড়ে আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ হওয়ার কারণে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়নি।

বিজ্ঞাপন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। এসময় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই সড়ক দিয়ে শান্তি মিছিল নিয়ে যাচ্ছিলেন। এতে পুলিশের সাথে তাদের একটু বাক-বিতণ্ডা হয়েছে। তবে কাউকে কুপানোর ঘটনা তিনি জানেন না।

তিনি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/একে

জখম নাটোর বিএনপি

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর