শার্শায় ১ কেজি সোনাসহ আটক ১
৮ এপ্রিল ২০২৩ ২৩:২০
ঢাকা: যশোরের শার্শা পাচভূলেট সীমান্ত থেকে ১ কেজি ওজনের দুটি স্বর্ণের বার সহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে এ চালানটি আটক করা হয়।
সে শার্শা থানার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিম এর ছেলে। আটক স্বর্ণের মালিক গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের মেম্বার তরিকুল ইসলাম বলে বিজিবির কাছে স্বীকার করেন আটক আসামি।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান.গোপন সংবাদে জানতে পারি পাচভূলেট সীমান্তে দক্ষিণপাড়া এলাকা দিয়ে একটা স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে পাচভূলেট সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ১ কেজি ওজনের দুটি সোনার চালান আটক করা হয়।
আটক আসামিকে বিজিবি জিঞাসাবাদ করলে সে জানান অগ্রভুলোট গ্রামের তরিকুল মেম্বার সোনার চালানটি ভারতে পাচারের জন্য তাকে দিয়েছে। বিনিময় তাকে মজুরি হিসেবে ২ হাজার টাকা দেওয়া হয়।
গত ১ বছরের ব্যবধানে ৩১ টি সফল অভিযানে ৯৭ কেজি স্বর্ণের চালান আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। যার মুল্য ৭৬ কোটি টাকা। এ সময় ৩২ জন পাচারকারীকে আটক করে বিজিবি।
সারাবাংলা/একে