Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ লাইন কাটা পড়ায় বারডেম-ইব্রাহিম কার্ডিয়াকে ভোগান্তি


৭ মে ২০১৮ ১২:০৭ | আপডেট: ৭ মে ২০১৮ ১৬:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর শাহবাগে বিদ্যুৎ সংযোগের লাইন কাটা পড়ায় সোমবার (৭ মে) ভোর ৩টা থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ইব্রাহিম কার্ডিয়াক ও বারডেম হাসপাতালে চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। দুই হাসপাতালে জরুরি অস্ত্রোপচারসহ বাকি সব অস্ত্রোপচার বন্ধ রয়েছে।

বারডেমের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাসপাতালের জরুরি বিদ্যুৎ সরবরাহ রয়েছে, সেটা দিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বেশিক্ষণ চালু রাখা সম্ভব নয়। আমি সকাল থেকে দুটো জরুরি অস্ত্রোপচার করেছি। বেশকিছু বড় অস্ত্রোপচার বাতিল করেছি।’

হাসপাতালের লিফট অপারেটর বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘জেনারেটর দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় কেবলমাত্র একটি লিফট চালু রাখা হয়েছে। বাকি লিফটগুলো বন্ধ রয়েছে। একটিমাত্র লিফট চালু থাকায় রোগীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে।’

এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিরর (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘মেট্রোরেলের কারণে বিদ্যুৎ লাইন কাটা পড়েছিল। বিকল্প সংযোগ দিয়ে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।’

পুনরায় হাসপাতালে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে কি না জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, ‘বিকল্প বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে কি না জানি না। তবে আমরা বিদ্যুৎ পাইনি। হাসপাতালে দমবন্ধ হওয়ার মতো অবস্থা। ঝুঁকিপূর্ণ রোগীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়ে সে বিষয়টি মাথায় রেখে আমরা জরুরি অস্ত্রোপচার করছি। যেটি না করলেই নয় তা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর