ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
৯ এপ্রিল ২০২৩ ১৭:২০
ঠাকুরগাঁও: যমুনা টেলিভিশনের রংপুর স্টাফ করসপন্ডেন্ট মাজহারুল মান্নান ও ঠাকুরগাঁওসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মৌন প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ মানববন্ধন অনুঠিত হয়।
এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাব, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, এ আইনে গ্রেফতার সাংবাকিদের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। অন্যথায় সারাদেশে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার হুশিয়ারি দেন বক্তারা।
সারাবাংলা/ইআ