Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধ চুরি: চমেক হাসপাতালের ওয়ার্ডবয় গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৩ ১৭:৩০

চট্টগ্রাম ব্যুরো: রোগীদের বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা সরকারি ওষুধ চুরির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৯ এপ্রিল) সকালে হাসপাতালের নিচতলা থেকে প্রায় পাঁচ হাজার টাকার ওষুধসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম হোসেনের (৩৩) বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এস আই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানিয়েছেন, সাদ্দাম স্পেশাল ওয়ার্ডবয় হিসেবে অস্থায়ী ভিত্তিতে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত ছিল। সরকারিভাবে বরাদ্দ ওষুধ রোগীদের না দিয়ে বাইরের ফার্মেসিতে বিক্রির জন্য নিয়ে যাবার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

সাদ্দামের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই আশেক।

সারাবাংলা/আরডি/ এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর