চাচাতো বোনের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে যুবক গ্রেফতার
৯ এপ্রিল ২০২৩ ২০:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো বোনের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
শনিবার (৮ এপ্রিল) রাতে নগরীতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুল মুমিন তুষারের (২৪) বাসা নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বেপারিপাড়া এলাকায়।
এডিসি আসিফ মহিউদ্দীন সারাবাংলাকে বলেন, ‘পারিবারিক জায়গা-জমি নিয়ে তুষারদের সঙ্গে তার চাচার বিরোধ আছে। চাচার পরিবারকে হেয় করতে তুষার তার চাচাতো বোনের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলে। সেখানে তার চাচা, চাচাতো বোন, চাচীসহ আরও কয়েকজনের ছবি দিয়ে অশ্লীল পোস্ট দেয়। এছাড়া বিভিন্নজনের মেসেঞ্জারে ওই আইডি থেকে আপত্তিকর কথাবার্তা বলা হয়। চাচার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তুষারের মোবাইলে ভুয়া ফেসবুক আইডি খোলার সত্যতা পাওয়া গেছে।’
এদিকে, রোববার দুপুরে তুষারকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এডিসি আসিফ মহিউদ্দীন।
সারাবাংলা/আইসি/পিটিএম