Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইনের খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৩ ১৭:৩৭

ঢাকা: দেশের খামার ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি দুগ্ধজাত খাবারের মান নিয়ন্ত্রণে বোর্ড গঠনের লক্ষ্যে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন’ নামে একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ আইনটির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনটিতে একটি বোর্ড গঠন করা হবে। সেখানে বোর্ড চেয়ারম্যান এবং সদস্যরা থাকবেন। এই বোর্ড দুগ্ধজাত খাবারের মান ও গুনাগুন নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ‘বিভিন্ন পণ্যের মান নিশ্চিতের বিষয়টি দেখবে বিএসটিআই। কিন্তু দুগ্ধজাত খাবারের মানের বিষয়টি নিশ্চিত করবে ডেইরি উন্নয়ন বোর্ড।’

সচিব আরও বলেন, ‘আইনটি কার্যকর হলে খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য হিসেবে সরবরাহ নিশ্চিত করার সুযোগ থাকবে। মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বোর্ডের চেয়ারম্যান হবেন পদাধিকার বলে। এ ছাড়াও একজন সংসদ সদস্য, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন ওই বোর্ডে। আইন অমান্য করার দায়ে জেল, জরিমানার বিধান রাখা হয়েছে।’

সারাবাংলা/জেআর/ইআ

খসড়া অনুমোদন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর