Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকের সামনে সংঘর্ষ, ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগ

ঢাবি করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৩ ২৩:৫৪

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রদলের অন্তত পাঁচ জন কর্মী আহত হওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

এদিকে, মারধর নয়; বরং এক শিক্ষার্থীকে ছাত্রদল নেতাকর্মীরা মারধর করছে— এমন সংবাদ পেয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী প্রতিহত করতে গেছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

সোমবার (১০ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী ইমাম হাসানের নেতৃত্বে হামলা করে ছাত্রলীগ। ইমাম হাসান ছাত্রলীগের মনোনয়নে ঢাবির কবি জসীমউদ্দিন হল সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।

ছাত্রদল সূত্র জানায়, এই ঘটনায় তাদের অন্তত পাঁচ থেকে সাত জন নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রদল নেত্রী মানসুরা আলম সারাবাংলাকে বলেন, ‘ঢাবি ছাত্রলীগের সেক্রেটারির অনুসারী ইমাম হাসানের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। ইমাম হাসান অশ্রাব্য ভাষায় গালাগাল করে আমাদের ওপর চড়াও হয়েছিলেন।’

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাহিদুজ্জামান শিপন সারাবাংলাকে বলেন, ‘আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে, ছাত্রলীগ বলছে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে তার কয়েকজন বন্ধুবান্ধব ও বড় ভাই গিয়ে সেখানে ছাত্রদলকে প্রতিহত করে। ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেনি। বরং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছাত্রদল কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সারাবাংলাকে বলেন, ‘ওরা পরিকল্পিতভাবে লন্ডনে বসে থাকা একজনের প্রেসকিপশন বাস্তবায়ন করতে চাচ্ছে। একজন শিক্ষার্থীকে তারা ২০/২৫ জন মিলে মারধর করলে তার সহপাঠীরা এসে প্রতিহত করেছে মাত্র।’

তিনি বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে নাশকতা করতে চায়। সন্ধ্যার পর ২০/২৫ জন মেডিক্যালের ওখানে কী করে? এই প্রশ্নটি তাদের করলেই আসল সত্য বেরিয়ে আসবে।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ছাত্রদল ছাত্রলীগ টপ নিউজ হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর