Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌকিতে দোকান পাতবেন ব্যবসায়ীরা, প্রস্তুত হচ্ছে পোড়া বঙ্গবাজার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ১৩:০৩

ঢাকা: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে পুড়ে যাওয়া বঙ্গবাজার প্রস্তুত করে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি’র অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে এ প্রস্তুতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে আগুনের ঘটনায় সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি এতে সার্বিক সহযোগিতা করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

পুড়ে যাওয়া বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গা জুড়ে বালি ও ইট বিছানো হবে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি ফেলা এবং প্রায় ৯০ হাজার ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় প্রায় ২.৫ লাখ ইট বিছানো এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলা হবে জানা গেছে। এই কাজ আজ মঙ্গলবারের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে সিটি করপোরেশনের।

এছাড়া গতকাল সোমবার (১০ মার্চ) সকাল থেকে অগ্নিকাণ্ডস্থল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হায়দর আলীর নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডস্থল হতে এখন পর্যন্ত ১০৬০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে এবং এটি এখনও চলমান।

সারাবাংলা/আরএফ/এমও

পোড়া বঙ্গবাজার বঙ্গবাজার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর