ঢাকা: প্রকল্পে বেশি পরামর্শক না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিশু পরিবারের শিশুদের কারিগরি শিক্ষাকে ফার্স্ট ট্র্যাক হিসাবে সুযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (১১ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘অনুমোদন দেওয়া প্রকল্পে একজনের বেশি পরামর্শক নেওয়া যাবে না।’
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা জানান, বর্তমানে রেমিট্যান্স বেড়ে যাওয়ার উল্লাসিত না হয়ে সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। কেননা ঈদের কারণে রেমিট্যান্স বাড়লেও ঈদের পর কমে যেতে পারে। তবে কোরবানির ঈদে আবার বাড়তে পারে।
সমুদ্রের নীল অর্থনীতি কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অপর একটি প্রকল্প বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন থেকে আর স্লুইস গেট বানানো যাবে না। তবে যেখানে বন্যার কারণে রাস্তাঘাট ভেঙে গেছে সেখানে যেন কালভার্ট করা হয়। পানির চাপ যেন বাধাগ্রস্ত না হয়।’ এসময় হাওর এলাকায় রাস্তা নির্মাণ না করে উড়াল সড়ক করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
আগামীতে পরিবারের নারীদের কাজের অবদান নির্ণয়ের নির্দেশ দিয়েছেনও প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নারীদের কাজের লিমিট নেই।’
এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এমদাদউল্লাহ মিয়ান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনসহ অনেকে।