বাগেরহাট: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করার সময় তিনজনকে গ্রেফতার করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিষের বোতল, নিষিদ্ধ টোনাজাল, ১০ কেজি চিংড়ি মাছ, ১৫ ফুট ঘনচট জাল ও একটি ডিঙি নৌকা উদ্ধার করা হয়।
তাদের সকলের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়।
মঙ্গলবার (১১ এপ্রিল) পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির খুন্তাকোদাল খালে টহলকালীন শহীদ আলী শেখ (৫০), মেরাজুল জমাদ্দার (২৩) ও রহিম আলী শেখকে (৩০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।