Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনোসাইড স্টাডিজের পরিচালকের পদ থেকে অধ্যাপক ইমতিয়াজকে অব্যাহতি

ঢাবি করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ১৮:১৮

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক পদ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পদটিতে তার স্থলাভিষিক্ত করা হয়েছে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, ২০০৯ সালে প্রকাশিত অধ্যাপক ইমতিয়াজ আহমেদের একটি বই ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড : স্টেট ভার্সেস পারসন’ এ মুক্তিযুদ্ধের ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠে বিভিন্ন মহল থেকে। তবে ড. ইমতিয়াজ তার বই ‘ভুলভাবে পড়া হয়েছে’ বলে গণমাধ্যমকে জানিয়েছেলেন।

বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে, ১১ এপ্রিল ড. ইমতিয়াজকে অব্যাহতি প্রদান করে কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরআইআর/এনইউ

অধ্যাপক ইমতিয়াজ টপ নিউজ ঢা‌বি


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর