Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ বিএনপি সুশীল— কেউই মুক্তি দিতে পারবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ২২:৫০

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ, বিএনপি, সুশীল সমাজ কেউই মানুষের মুক্তি দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলার প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। নগরীর হাজারী লেইনে জেলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এ সভা হয়েছে।

বিজ্ঞাপন

বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে। আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়া আর শেখ হাসিনা গলায় ফাঁস নেয়া একই কথা। সেজন্য সরকার ইতোমধ্যে দমনপীড়ন আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচন যত সামনে আসতে থাকবে, সরকারের ফ্যাসিবাদী আচরণ আরও তীব্র হবে। কারণ, এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই।’

বিদেশি শক্তিগুলো মাঠে নেমে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। এর মধ্যে আবার নতুন একটা ইস্যু এসে গেছে, প্রধানমন্ত্রী বনাম প্রথম আলো। একসময় যারা ওয়ান ইলেভেন এনেছিলেন, সুশীল সমাজ, তারাও দৌড়ঝাঁপ করছেন। কোলকাতায় গিয়ে মার্কিন দূতাবাসে বৈঠকের খবর পত্রপত্রিকায় পড়েছি। ড. ইউনূস সাহেবও গেছেন, সেটা আবার আওয়ামী লীগ ভালো চোখে দেখছে না।’

‘দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির ইফতেখারুজ্জামান, প্রথম আলো- এরাই তো ওয়ান ইলেভেন এনেছিলেন, ওয়ান ইলেভেনের কুশীলব তো উনারাই ছিলেন। এ জন্য সরকার জেনেশুনে প্রথম আলোকে ধরেছে। শেখ হাসিনাকে এত বোকা ভাবলে হবে না, না বুঝে প্রথম আলোর বিরুদ্ধে কিছু করছেন, এমন নয়।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ, বিএনপি, সুশীল- কেউই মানুষের মুক্তি দিতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ অবস্থায় আমরা যারা বামপন্থী, আমাদের কর্তব্য নির্ধারণ করতে ভুল করলে হবে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে কারা আসবে, বিএনপি-জাতীয় পার্টি অথবা কোনো শক্তির সমর্থন নিয়ে ওয়ান ইলেভেনের মতো সুশীল সমাজ আসবে। এরা কেউই ক্ষমতায় এসে শ্রমিক শ্রেণীর জন্য কাজ করবে না, কৃষক-মেহনতি মানুষের জন্য কিছু করবে না। মানুষের মুক্তি এদের হাতে হবে না।’

‘আমরা বামপন্থীরা হয়তো এবারই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবো না, কিন্তু মানুষের কাছে আমাদের এই বক্তব্যটা পৌঁছাতে হবে। পরে যখন এক ফ্যাসিস্ট হটিয়ে আরেক ফ্যাসিস্টের শাসন মানুষ দেখবে, তখন যাতে তারা বলেন- এই কথাটা তো বামপন্থীরা আমাদের বলেছিলেন, আমরা শুনিনাই’- বলেন বজলুর রশীদ ফিরোজ

রাজনীতিতে তীব্র শুন্যতা বিরাজ করছে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান বলেন, ‘অগণতান্ত্রিক ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নাই হয়ে গেছে। জেলার ডিসি (জেলা প্রশাসক) এখন জেলা আওয়ামী লীগের সভাপতি আর পুলিশের এসপি সাধারণ সম্পাদকের মতো দায়িত্ব পালন করছে। সামগ্রিকভাবে রাজনীতির মান কতটা নিচে নেমে গেছে, সেটা বলার ভাষা নেই।’

তিনি আরও বলেন, ‘বামপন্থীরা, আমরা যারা মানুষের মুক্তির কথা বলছি, রাষ্ট্রক্ষমতায় যাবার কথা বলছি, আমাদের কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। আমরা এই সরকারের পতন চাই, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন চাই এবং রাষ্ট্রক্ষমতায় যেতে চাই। কিন্তু বিভ্রান্ত হয়ে বুর্জোয়া শক্তির ফাঁদে পা দিয়ে কিংবা সাম্রাজ্যবাদী-মৌলবাদীদের এজেন্ট হয়ে যেনতেন উপায়ে দ্রুত রাষ্ট্রক্ষমতায় যাবার স্বপ্ন দেখলে হবে না। আমাদের হিম্মত নিয়ে দাঁড়াতে হবে, বলতে হবে যে- আমরা আছি, আমরাই একমাত্র মানুষের কথা বলি।’

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার রাশেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা বাসদের ইনচার্জ আল কাদেরী জয় এবং বাসদ (মার্কসবাদী) জেলার সদস্য জাহেদুল কবির কনক।

সারাবাংলা/আইসি/একে

আওয়ামী লীগ চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর