Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি প্রণীত সাংবাদিক নীতিমালা প্রত্যাখান আরএফইডি’র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ০০:০০

ঢাকা: নির্বাচনের সংবাদ সংগ্রহে নির্বাচন কমিশন যে নীতিমালা প্রণয়ন করেছে তা প্রত্যাখান করছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

বুধবার (১২ এপ্রিল) আরএফইডি সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন‌ কর্তৃক প্রণীত নীতিমালাটি প্রত্যাখ্যান করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরএফইডি সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সাংবাদিকতাবিরোধী এই ধরনের নীতিমালা প্রণয়নে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সংবাদ সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা মানে সাংবাদিকতা নিয়ন্ত্রণ করার শামিল। এছাড়াও কমিশনের সঙ্গে আলোচনার সময় আরএফইডি সুনির্দিষ্ট যে সাত দফা দাবি জানিয়েছিল তার কোনোটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। এতে বিটে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ ও মর্মাহত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিশন যদি নিজেদের মতো করেই নীতিমালা করবে তাহলে কেন সাংবাদিকদের ডেকে মতামত নেওয়া হলো? আমরা মনে করি আলোচনা করে নীতিমালা প্রণয়নের কথা বলে ইসি সাংবাদিকদের সঙ্গে প্রহসন করেছে।

অবিলম্বে প্রণীত নীতিমালা বাতিল করে সাংবাদিক সহায়ক নীতিমালা প্রণয়ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তা না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

আরএফইডি