Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. জাফরুল্লাহর মৃত্যুতে গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ০০:২২

ঢাকা: ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা।

বুধবার (১২ এপ্রিল) গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষে ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসনের দেওয়া এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

অধ্যাপক আলতাফুন্নেছা বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর (বড় ভাই) আত্মনিবেদন, কর্মনিষ্ঠা এবং সুদৃঢ় নৈতিক অবস্থান তাকে
গণস্বাস্থ্য পরিবারের সবার কাছে শ্রদ্ধেয় ‘বড় ভাই’ করে তুলেছে।’

তিনি বলেন, ‘মানুষকে মর্যাদা দেওয়ার বিষয়টি ছিল তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এমনকি পরিচিতি যখন বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে তখনও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থসেবা, শিক্ষার উন্নয়ন, অসহাযায় মানুষের সাহায্য ও বিনামূল্যে চিকিৎসা তার অগ্রাধিকার ছিল।’

তিনি আরও বলেন, ‘সততা, বিনয় ও মানবিকতার এক বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি। তার এসব গুণ গণস্বাস্থ্যের প্রাতিষ্ঠানিক মূল্যবোধ গড়ে ওঠার ভিত্তি রচনা করেছে। ডা. জাফরুল্লাহর চৌধুরীর মৃত্যুতে গণস্বাস্থ্য হারাল তাদের অভিভাবককে, দেশ হারাল এক জীবন্ত কিংবদন্তি স্বপ্নবাজ মানুষকে।’

শোকবার্তায় অধ্যাপক আলতাফুন্নেছা বলেন, ‘ডা. জাফরুল্লাহ ছিলেন অসহায় গরীব মানুষের জন্য বটবৃক্ষ, তাদের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশের উজ্জল নক্ষত্র খসে পড়ল এবং অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১০ এপ্রিল) ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। তিনি কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকরা।

সারাবাংলা/এসবি/পিটিএম

গণস্বাস্থ্য শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর