Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোয়ালখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১১:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রোহিঙ্গা যুবকও রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে আরাকান সড়কে উপজেলার রায়খালী সেতুর মোড়ে অ্যারিনা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও বাকি দু’জন নারী। এদের মধ্যে চার জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া কররনখাইন গ্রামের বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০) এবং কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল হাসেমের ছেলে আবু ফয়েজ (২৫)।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন সারাবাংলাকে জানান, অটোরিকশাটি পটিয়া থেকে বোয়ালখালী-কালুরঘাট সেতুর দিকে যাচ্ছিল। রায়খালী সেতুর মোড়ে বিপরীতমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশায় চালকসহ ছয় জন আরোহী ছিলেন।

এর মধ্যে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। দু’জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাস চালককে আটক করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, আহত অবস্থায় দু’জনকে আনার পর চিকিৎসক আবু ফয়েজকে মৃত ঘোষণা করেন। এছাড়া আব্দুল জলিল (২৫) নামে আরেক যুবক চিকিৎসাধীন।

একই পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা আবু ফয়েজ কক্সবাজারের উখিয়া উপজেলার ‍কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। পটিয়া পৌরসভায় জনৈক ফারুক আজমের দোকানে চাকরি করতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নেত্রকোণা থেকে বুধবার ভক্তদের নিয়ে বোয়ালখালী উপজেলা হাওলা দরবার শরীফের ওরশে এসেছিল। সকালে বাসটি আবার ভক্তদের নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। কালুরঘাট সেতু দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ থাকায় সেটি পটিয়া হয়ে শাহ আমানত সেতুর দিকে রওনা দিয়েছিল।

সারাবাংলা/আরডি/এমও

বাস-অটোরিকশা সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর