Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক স্থাপনাগুলোকে ৭টি ঐতিহ্য বলয়ে আনতে চায় ডিএসসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১৭:৫৭

ঢাকা: রাজধানীর দক্ষিণ সিটি এলাকার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভবনগুলোকে নিয়ে সাতটি ঐতিহ্য বলয় বানাতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই উদ্দেশ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুধীজন, কাউন্সিলর ও পরামর্শকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘প্রস্তাবিত সাতটি বলয় নিয়ে একসঙ্গে কাজ করা, সেগুলোর প্রয়োজনীয় সংস্কার ও দখলমুক্ত করা সম্ভব নয়। সেজন্য প্রথমে একটি বলয়কে কেন্দ্র করে তা কার্যকর করতে চাইছি। সেলক্ষ্যে আজকের এই আলোচনা সভা। আপনাদের সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই কার্যক্রমে ভুল-ত্রুটি সংশোধন করে পরবর্তী পর্যায়ে আমরা বাকি বলয়গুলো নিয়ে কাজ করব।’

তিনি বলেন, ‘আমরা একটি বলয় কার্যকর করতে পারলে তা জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে। তাদের অংশগ্রহণ বাড়াবে। এভাবে ধীরে ধীরে ঢাকাবাসী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়ে আমরা বাকি বলয়গুলো সৃষ্টি করব। ঢাকার পর্যটন শিল্পকে আমরা সবাই মিলে বিশ্ব দরবারে গৌরবান্বিত করতে পারব।’

সভায় বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় পর্যটন শিল্পের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ঢাকায় গেজেটভুক্ত ৭৪টি হেরিটেজ ভবনের মধ্যে ৬৬টি ভবনের অবস্থান দক্ষিণ সিটিতে। সেসব ভবনকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নান্দনিকভাবে উপস্থাপন ও আামাদের পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এই উদ্যোগ আশার সঞ্চার করছে। আমরা অত্যন্ত আশাবাদী। কিন্তু সেজন্য সকল অংশীজনদের এগিয়ে আসতে হবে।’

আলোচনা সভায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ প্রস্তাবিত সাতটি ঐতিহ্য বলয়ের গতিপথ বিস্তারিত উপস্থাপন করেন। গেজেটভুক্ত ৬৬টি ভবন বাদেও গুরুত্বপূর্ণ আরও কিছু ভবন নিয়ে সাতটি ঐতিহ্য বলয়ের গতিপথের খুঁটিনাটি জানান। সভায় সংশ্লিষ্ট অংশীজনেরা তাদের নিজ নিজ গুরুত্বপূর্ণ মতামত দেন।

সভায় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মনোজ কুমার রায়, দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) শাহ মোহাম্মদ মিজানুর রহমান, করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, দক্ষিণ সিটির প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর রেজওয়ান মারুফ, আটাবের ভাইস প্রেসিডেন্ট আসফিয়া জান্নাত সালেহ, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল এ একরাম, প্রত্নতত্ত্ব অধিদফতরের সহ-স্থপতি খন্দকার মাহফুজ আলম, রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ রুবিনা ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বোর্ড মেম্বার (প্রফশেনাল এফেয়ার্স) পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান, ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ হাবিব আলীসহ পর্যটন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

৭টি ঐতিহ্য বলয় ডিএসসিসি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর