Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণের অপেক্ষায় চট্টগ্রাম, চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ২০:৪৯

চট্টগ্রাম ব্যুরো: হুমকি, আইনি নোটিশ, হাইকোর্টে রিট- এর মধ্যেই সাড়ম্বরে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে বন্দরনগরী চট্টগ্রামে। বাংলা নববর্ষকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, জীর্ণতাকে বিদায় দেওয়ার পর নতুনের আবাহনে উন্মুখ মানুষ।

বর্ষবরণ উপলক্ষে এবারও চট্টগ্রামে সবচেয়ে বড় আয়োজন হবে নগরীর ডিসি হিল ও সিআরবির শিরীষতলায়। জেলা প্রশাসন, সিএমপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে বর্ষবরণের আয়োজন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও থাকছে নানা আয়োজন।

বিজ্ঞাপন

তবে নগরীতে চারুকলা ইনস্টিটিউট বন্ধ থাকায় এবার সেই ক্যাম্পাসে বর্ষবণের কোনো আয়োজন হচ্ছে না। মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার আন্দোলন ও সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় ক্যাম্পাসের বাইরেই চারুকলার শিক্ষার্থীরা মঙ্গল শোভযাত্রা বের করার প্রস্তুতি সম্পন্ন করেছে। আলাদাভাবে আরও বিভিন্ন সংগঠন এবার মঙ্গল শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনের জন্য অন্যান্য বছর বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ বরাদ্দ থাকতো। নিজ ক্যাম্পাসে ঢুকতে না পেরে এবার শিক্ষার্থীরা নিজেরাই টাকা তুলে রাস্তায় বসে আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সারছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে চারুকলা ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, মূল ফটকের সামনের সড়কে ও পাহাড়ের প্রতিরোধ দেয়ালে কয়েকজন শিক্ষার্থী মিলে বিভিন্ন চিত্র আঁকছেন। সড়কেও আলপনা আঁকা হচ্ছে। শোভাযাত্রা জন্য ডামি ও মুখোশ তৈরি করছেন।

বিজ্ঞাপন

চারুকলার স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. শহীদ সারাবাংলাকে জানান, শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় নগরীর বাদশা মিয়া সড়ক থেকে শোভাযাত্রা বের হবে। চট্টেশ্বরি রোড, কাজির দেউড়ি ও সার্সন রোড হয়ে শোভাযাত্রা আবার ক্যাম্পাসের সামনে ফিরবে।

চারুকলার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রশিদ সারাবংলাকে বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ। রাতভর রাস্তায় আলপনা করব। এখানে ল্যাম্পপোস্ট আছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে ল্যাম্প জ্বলে না। অন্ধকারে কষ্ট হবে, মোবাইলের আলো দিয়েই আমরা কাজ সেরে নেব।’

শুক্রবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে মঙ্গল শোভাযাত্রা বের করবে জেলা প্রশাসন। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী হবে। জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা দিয়ে আমাদের বর্ষবরণের আয়োজন শুরু হবে।’

এবার চারুশিল্পীদের সংগঠন ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’ আলাদাভাবে মঙ্গল শোভাযাত্রা বের করবে। সকাল ৯টায় শোভাযাত্রা নগরীর চট্টেশ্বরী রোড থেকে শুরু করে কাজীর দেউড়ি, জামালখান হয়ে চেরাগি চত্বরে গিয়ে শেষ হবে।

চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের অন্যতম সংগঠক সুকান্ত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘চারুকলা ইনস্টিটিউট এবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে না। দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় আমরাই আয়োজন করেছি। প্রতিবার আমরা চারুকলার শোভাযাত্রায় যোগ দিতাম।’

নগরীর আন্দরকিল্লা মোড় থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হবে বলে জানিয়েছেন উদীচী, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ। এছাড়া নগরীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’র উদ্যোগে বর্ষবরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে মঞ্চ। সংগঠক মোহাম্মদ আলী টিটু সারাবাংলাকে জানিয়েছেন, সকাল সাড়ে ৬টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বর্ষবরণের আয়োজন শুরু হবে। মোট ৩২টি সংগঠনকে দলীয় পরিবেশনার অনুমতি দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে বেলুন উড়িয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এর উদ্বোধন করেন।

পরিষদের সহ-সভাপতি সাংস্কৃতিক সংগঠক ডা. চন্দন দাশ সারাবাংলাকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় বেহালা বাদনের মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজন শুরু হবে। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরিষদের প্রথম আহ্বায়ক একুশে পদক পাওয়া ড. মনিরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হবে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।

সংগীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, সুন্দরম, প্রমা আবৃত্তি সংগঠন, সুর সাধনা, উদীচী চট্টগ্রাম, নটরাজ, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, অদিতি সংগীত নিকেতন, নৃত্যকলা একাডেমি, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা থাকবে।

প্রতিবছরের মতো এবারও শিশুদের বিদ্যায়তন ‘ফুলকি’ ছোটদের বৈশাখী মেলা আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উদ্বোধনী সাংস্কৃতিক আয়োজন দিয়ে দুই দিনের মেলা শুরু হয়। উদ্বোধন করেন নকশা শিল্পী চন্দ্রশেখর সাহা।

মেলার দ্বিতীয় দিন শুক্রবার (১৪ এপ্রিল) ‘রক্তকরবীর’ সঙ্গীত আয়োজন দিয়ে শুরু হবে নববর্ষের সকাল। এর পরপরই ফুলকির মুক্তমঞ্চে গল্প, গান ও জাদু প্রদর্শনী হবে।

সারাবাংলা/আইসি/পিটিএম

বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা সাড়ম্বর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর