বিশ্বরোডে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
১৩ এপ্রিল ২০২৩ ২২:২৫
ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় কেয়া সুত্রধর(২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বরোডের কাজিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে পথচারীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পথচারী মো. রামজান আলী জানান, সন্ধ্যার দিকে কাজিবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে এলে মারা যায়।
মৃত কেয়ার মামা নিরঞ্জন সুত্রধর শান্ত মুঠোফোনে জানান, কেয়ার বাড়ি বগুড়া সদরের মোকামতলা এলাকায়। চার বছর আগে স্বামী লিটন সুত্রধর মারা গেছে। তার ঘরে দুই ছেলে আছে। তিনি বর্তমানে কুড়িল বিশ্বরোড কাজিবাড়ি এলাকায় থাকতেন। আর ওয়েমার্ট নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন কেয়া।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রচেষ্টা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয় ওই নারী। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পর পরই বাসটি জব্দ করা হয়। এছাড়া চালককেও আটক করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম