Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে হত্যার অভিযোগে বন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ২৩:১৭

ঢাকা: রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নুরুল আলম। গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। এ ঘটনায় তার ছেলে ইফতেখার আলম সুমনকে (৩৫) আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক সুমন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘শেখেরটেক এলাকায় বাবা ছেলে এক বাসায় থাকতেন। আটক সুমন এলোমেলো কথা বলছে। হত্যার ঘটনা গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার বিকেলের যে কোনো এক সময়ে ঘটেছে বলে ধারণা করছি।’

বিজ্ঞাপন

ঘটনা তদন্তে আদাবর থানা পুলিশ ও সিআইডির একটি টিম কাজ করছে।

ওসি বলেন, ‘আটক সুমন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। গত ছয় মাস ধরে অফিসে যান না বলে জানতে পেরেছি। তবে এই বিষয়ে আমরা আরও খোঁজ খবর নিচ্ছি।’

ওসি বলেন, ‘গতকাল ঘটনার শুরু। বিকেল দুপুরের দিকে সুমন দোকানে যান দুধ কিনতে। দাম নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া বাঁধান। এরপর বাসায় প্রবেশের সময়ে নিরাপত্তা কর্মীর সঙ্গেও ঝগড়া করেন। বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়ির মালিক গেটের নিরাপত্তা কর্মীকে নিয়ে ভাড়া চাইতে গেলে বাড়ির মালিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। নিরাপত্তা কর্মীকেও মারধর করেন সুমন। বিষয়টি সুমনের বাবা নুরুল আলমকে জানাতে তার ফ্ল্যাটে প্রবেশ করলে রুমের ভেতর খাটের ওপর রক্তাক্ত লাশ দেখতে পান।’

ওসি বলেন, ‘নিহতের ছেলে সুমনকে আটক করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা এলে বিস্তারিত জানা যাবে।’

 

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর