Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে পিকআপ ও প্রাই‌ভেটকার সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৩ ১৫:০০

টাঙ্গাইল: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও পিকআপভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌তে শিশুসহ আহত হ‌য়ে‌ছেন আ‌রেও তিন জন। আহত‌দের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে কালাহাতী উপজেলার সরা‌তৈল এলাকায় এই ঘটনা ঘটে। হতাহত‌দের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই ) ম‌শিউর রহমান জানান,  ঢাকা থেকে প্রাই‌ভেটকার  উত্তরবঙ্গের দি‌কে যাচ্ছিল। এসময় প্রাই‌ভেটকার মহাসড়কের সরা‌তৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি পিকআপ ভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাই‌ভে‌টকা‌রে থাকা অজ্ঞাত একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া শিশুসহ আ‌রেও তিনজন আহত হ‌য়ে‌ছেন।

তিনি আ‌রও জানান, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

বিপর্যস্ত ফ্লিক চান 'বিরতি'
২২ ডিসেম্বর ২০২৪ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর