Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সাসে দুগ্ধ খামারে আগুনে মারা গেছে ১৮ হাজার গরু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩ ১৯:০০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার মারা গেছে। অঙ্গরাজ্যের ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরিতে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, কারখানার যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস জ্বলে এ ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুন লেগে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সোমবার প্রায় সন্ধ্যায় ফার্মে আগুনের খবর পেয়েছে তারা। শেরিফের অফিসের পোস্ট করা এক ছবিতে দেখা যায়, মাটি থেকে কালো ধোঁয়া উঠছে।

পুলিশ ও জরুরি উদ্ধার অভিযানের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে খামারে আটকা পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফ অফিস বিবিসিকে জানিয়েছে, এ সংখ্যা আনুমানিক ১৮ হাজার।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর