Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৩ ঘণ্টা পর নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১০:৩৬

ঢাকা: রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের ভবনে লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘এখানে যেহেতু সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরো সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে। সে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। বঙ্গবাজারের মতোই এখানের আগুনের অবস্থা। যে কারণে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘নিউ সুপার মার্কেট এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফাইটার আহত হয়েছেন। আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে। জানমালের ক্ষতি যেন না হয়, সেদিকে নজর দিচ্ছি।’

ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এখন ঘটনাস্থলে কাজ করছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘আগুন পুরোপুরি নির্বাপণ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করবে।’

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের তিন তলায় আগুন লাগে। এরপর তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, সেনা, বিমান বাহিনী ও বিজিবির সদস্যরাও কাজ করছেন।

সারাবাংলা/জেআর/এমও

নিউ মার্কেটে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর