নিউ মার্কেটে আগুন: আশপাশের এলাকায় যানজট
১৫ এপ্রিল ২০২৩ ১১:৩৫
ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় নিউমার্টেক-আজিমপুর রুটের সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প পথ ধরে চলছে এ রুটের গাড়ি। বিকল্প পথ হিসেবে আজিমপুর রুটের বাস, মিনিবাস, লেগুনা, রিক্সাসহ সব ধরণের যান চলছে কাটাবন ও পলাশী রুটে। ফলে এই পথে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মতিঝিল-মোহাম্মদপুর রুটের গাড়ির যাত্রী শুভ দাস সারাবাংলাকে জানান, তিনি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মোহাম্মদপুরে অফিস। সকাল ৯টায় রওয়ানা করে এখনও সায়েন্স ল্যাব ক্রস করতে পারেননি। এক ঘন্টা ধরে জ্যামে বসে রয়েছেন।
অপর যাত্রী হাসিব আহমেদ জানান, গাড়ির চেয়েও উৎসুক জনতার ভিড়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে মিরপুর, মোহাম্মদপুর থেকে আজিমপুর, সদরঘাট এলাকায় চলাচল করা গাড়িগুলো সায়েন্সল্যাব থেকে কাঁটাবন হয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে পুরো এলাকা জুড়েই যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫ টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের তিন তলায় আগুন লাগার ঘটনা জানায় ফায়ার সার্ভিস। এরপর তিন ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে জানালেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৯ দমকলকর্মীসহ মোট ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/জেআর/ইআ