৩ তলা থেকে আগুনের শুরু, ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি দোকান
১৫ এপ্রিল ২০২৩ ১১:৪২
ঢাকা: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলা থেকে ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা। শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। এরপর দেড় ঘণ্টা পার হলেও আগুন এখনও নির্বাপণ করা যায়নি।
শনিবার (১৫ এপ্রিল) রমনা ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল আল মাসুম জানিয়েছেন, নিউ সুপার মার্কেটের সিটি করপোরেশন নিবন্ধিত দোকানের সংখ্যা ১১০০টি। কিন্তু বাস্তবে এর চেয়েও বেশি দোকান রয়েছে মার্কেটটিতে। আগুনে হাজারেরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত গেছে।
তিনি জানান, মার্কেটের তিন তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত ব্যবসায়ীরা নিচতলা ও দুই তলা থেকে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নিচ্ছে।
নাফিজা ওড়না হাউজের মালিক সাইফুল ইসলাম জনি জানান, নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দুই তলায় চার নাম্বার গলির ৫০৮ নম্বর দোকানটি তার। সকাল সাড়ে ৯টার দিকে কিছু মালামাল উদ্ধার করতে পারলেও ৮-১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
ব্যবসায়ীরা রাস্তায় দাঁড়িয়ে নিজের দোকান পুড়ে যাওয়া দেখছেন আর অঝোরে কাঁদছেন।
এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের তিন তলায় আগুন লাগে। এরপর তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, সেনা, বিমান বাহিনী ও বিজিবি ও আনসার সদস্যরাও কাজ করছেন।
আরও পড়ুন: নিউ মার্কেটে আগুন: দেড় হাজার দোকান ক্ষতির আশঙ্কা
সারাবাংলা/ইউজে/এমও