Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতা কি না খতিয়ে দেখার অনুরোধ ফায়ার সার্ভিসের ডিজির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১১:৫৭

ঢাকা: একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। ঈদের আগ মুহূর্তে এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বার বার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাগুলোকেকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করবো কোনো নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য।’

তিনি আরও বলেন, ‘নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা ওয়াসার পানিবাহিত গাড়িসহ বিজিবির সদস্যরা কাজ করছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে আগুন কেন লেগেছে সেটা আমরা এখনও জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু নির্বাপণ করতে পারিনি।’

এ ছাড়া জনসমাগমের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ‘আমাদের প্রতিটি স্তরে যদি সবাই সচেতন থাকে তাহলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে উচ্চ ভোল্টের বাতি ব্যবহার করা হয়। সচেতন না হওয়ায় দুর্ঘটনা ঘটছে। আমরা সকল মার্কেটের দোকান মালিককে আহ্বান জানাই তারা যেন উচ্চ ভোল্টের বাতি ব্যবহার থেকে বিরত থাকেন।’

সারাবাংলা/ইউজে/ইআ

নিউ মার্কেটে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর