Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করে বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৫:৫২

ঢাকা: ‘ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করে বিএনপি’— এমনটিই দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

শনিবার (১৫ এপ্রিল) রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। ‘স্বাধীনতা ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আন্দোলন করলে সেটা জায়েজ হয়, বিএনপি কারও সঙ্গে রাজনীতি করলে সেটা অন্যায় হয়। ২০০১ সালের আগে জামায়াতের সঙ্গে একটা নির্বাচনি জোট ছিল আমাদের। সেটা ছিল অংকের বিষয়। বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে। জিয়াউর রহমান দেশের সব শ্রেণির মানুষ ধর্মবর্ণ উপজাতি, বাঙালি— সবাইকে নিয়ে একটি জাতীয়তাবাদের রাজনীতি শুরু করেছিলেন। আমরা আজ সেই পরিচয় দিতে গর্ববোধ করি।’

তিনি বলেন, ‘সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে। বাংলাদেশের মানুষ যা চাইবে, সেভাবে সংবিধান তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ সংবিধান পরিবর্তন করতে চাইলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান কোনো বাইবেল নয়। মানুষের কল্যাণের জন্যই সংবিধান সৃষ্টি হয়েছিল এর সংবিধান মারাত্মকভাবে পরিবর্তন করছিল এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি ভুলে গেছে? তারা সংসদের ভেতরে ১১ মিনিটে সংবিধান পরিবর্তন করে বাকশাল কায়েম করেছিল। আওয়ামী লীগ কোনো দিন গণতন্ত্র বিশ্বাস করে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ একনায়তন্ত্রে ও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। এরা ৭২-৭৫ এ যেভাবে বাকশাল কায়েম করেছিল। এবার আবার অলিখিতভাবে বাকশাল কায়েম করেছে। তারা মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বিজ্ঞাপন

ড. মঈন খান বলেন, ‘সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়া মানুষের কাছে এসেছিলেন। এ দেশের মানুষ তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিল। তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণ করেছেন। এটাই বাংলাদেশের ইতিহাস। মানুষের চাহিদার ভিত্তিতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। তারা ক্ষমতার টিকে থাকার জন্য সংবিধান থেকে তত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এ সরকারের প্রতি মানুষের আস্থা নেই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। তারা মানুষকে হত্যা গুম নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে। দুর্নীতি করে সরকার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। আজকের সরকার জানে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাকে ভোট দেবে। তারা সেটা বুঝে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।’

স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন ইমনের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, যুবদলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

সারাবাংলা/এজেড/এমও

আব্দুল মঈন খান বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর