Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি আরএসএফ’র

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩ ১৭:২১

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির প্রেসিডেন্ট ভবন দখল করেছে বলে দাবি করেছে। এছাড়া তাদের দাবি, রাজধানী খারতুমে অবস্থিত সেনাপ্রধানের বাসভবন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণও তাদের হাতে।

এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দরও দখল করেছে।

শনিবার (১৫ এপ্রিল) সুদানের রাজধানীতে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয় আরএসএফ-এর। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মুহুর্মুহু গুলি আর বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানাচ্ছেন শহরের বাসিন্দারা।

খারতুমের বেশ কিছু অংশে গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা পার্শ্ববর্তী শহরগুলোতেও গুলাগুলি চলছে বলে জানিয়েছেন।

এদিকে আধাসামরিক বাহিনী আরএসএফ’কে বিদ্রোহী সংগঠন হিসেবে ঘোষণা করেছে সুদানের সেনাবাহিনী।

সুদানের সেনাবাহিনীর একটি বিবৃতিতে সামরিক বাহিনী আরএসএফকে একটি ‘বিদ্রোহী বাহিনী’ বলে ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আধাসামরিক বাহিনীর দাবিকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী-আরএসএফ দ্বন্দ্ব দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনের সময়কাল থেকে চলে আসছে। তিনি ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

প্রাক্তন রাষ্ট্রপতি ওমর আল-বশিরের শাসনের সময় আধাসামরিক বাহিনী জানজাউইদ নামে পরিচিত প্রাক্তন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে থেকে আরএসএফ গঠিত হয়।

সারাবাংলা/আইই

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সুদানের রাজধানী খারতুম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর