সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহত ৫৬
১৬ এপ্রিল ২০২৩ ১৪:১৭
সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যকার তুমুল সংঘর্ষে অর্ধশতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির রাজধানী খারতুমে প্রেসিডেন্ট প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাসদরের দখল নিতে লড়াই করছে দুই সশস্ত্র পক্ষ।
সুদানের চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, রাজধানীতে ১৭ বেসামরিকসহ ২৫ জন নিহত হয়েছেন। সারাদেশে সবমিলিয়ে ৫৬ জন নিহত এবং ৫৯৫ জন আহত হয়েছেন।
২০২১ সাল থেকে ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী। ওই বছর সামরিক অভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছিল। সুদানের সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক বাহিনীর নেতৃত্বে জেনারেল মোহাম্মদ দাগালো। আলোচনার মধ্যে আধাসামরিক বাহিনীকে কীভাবে সশস্ত্র বাহিনীতে একীভূত করা উচিত এবং কোন কর্তৃপক্ষের সেই প্রক্রিয়ার তত্ত্বাবধান করা উচিত তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
সর্বশেষ সংঘর্ষ শুরু হয়, যখন সুদানে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একটি প্রস্তাব নিয়ে উত্তেজনা শুরু হয়।
সেনাবাহিনী ও তাদের প্রতিপক্ষ আধাসামরিক বাহিনী (আরএসএফ) শনিবার ভোর থেকে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়। উভয়ই দাবি করেছে, খারতুমের বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব স্থাপনায় অবশ্য রাতভর লড়াই চলেছে।
রোববার ভোরে খারতুম সংলগ্ন ওমদুরমান এবং নিকটবর্তী বাহরিতে ভারী কামানের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা পোর্ট সুদানের লোহিত সাগরের শহরটিতেও গোলাগুলির কথা জানিয়েছেন।
সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধবিমান আরএসএফ ঘাঁটিতে আঘাত হানছে। দেশটির বিমানবাহিনী শনিবার রাতে সাধারণ মানুষদের তাদের বাড়িতে থাকতে বলেছে। রাতে বিমানবাহিনী আধাসামরিক বাহিনীর অবস্থান শনাক্ত করতে একটি বিস্তারিত জরিপ চালিয়েছে।
সারাবাংলা/আইই