Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকাত দেওয়া সহজ করেছে ‘নগদ ইসলামিক’

সারাবাংলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩ ১৪:৩৮

ঢাকা: শরিয়াহভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ইসলামিক-এ খুব সহজ উপায়ে দেওয়া যাচ্ছে জাকাত। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাহায্যে জাকাত ও দানের টাকা গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে নগদ ইসলামিক-এর মাধ্যমে।

নগদ ইসলামিক অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যে গ্রাহকেরা খুব কম সময়ে সহজেই জাকাতের টাকা হিসাব করতে পারে জাকাত ক্যালকুলেটর ফিচারের সাহায্যে। সেক্ষেত্রে বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ‍ঋণ ও সম্পদের তথ্য প্রদান করে খুব সহজে জাকাতের টাকার হিসাব করা যায় নগদ ইসলামিক-এর জাকাত ক্যালকুলেটরে।

বিজ্ঞাপন

জাকাতের হিসাবের পর নগদ ইসলামিক অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে শরিয়াহভিত্তিক উপায়ে জাকাত প্রদান করা যায়। এসব প্রতিষ্ঠান ইসলামি নিয়মানুযায়ী গরিব মুসলমানদের কাছে সমানহারে জাকাত বিতরণ করে থাকে।

জাকাত ছাড়াও গ্রাহকেরা সারা বছর আরও বেশকিছু প্রতিষ্ঠানে অনুদান বা ডোনেশন প্রদান করতে পারবেন।

গরিব ও অসহায় মানুষের পাশে থাকার জন্য নগদ ডোনেশন সেবাটিকে আরও বেশি বেগবান করেছে, যাতে করে মানুষ তাদের জাকাত বা দানের টাকা খুব সহজে অভাবী ও গরিবদের কাছে পৌঁছে যায়।

‘নগদ’-এর নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্বেও সময় ও সুযোগের অভাবে জাকাত ও আর্থিক অনুদান প্রদান করতে পারে না। দাতা, বিতরণকারী ও উপকারভোগীদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে নগদ ইসলামিক।’

মুসলিম জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে ২০১৯ সাল থেকে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। যার মাধ্যমে সুদবিহীন সঞ্চয়, হজ ও ওমরাহর যাতায়াত ও ইসলামিক জীবন বিমার পেমেন্ট, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত যাবতীয় সব সেবা নিতে পারছেন গ্রাহকেরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জাকাত নগদ ইসলামিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর