Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ এপ্রিল থেকে হাইকোর্টসহ সব অধস্তন আদালতে ঈদের ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৫:০৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৫:০৮

হাইকোর্ট

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে হাইকোর্টসহ দেশের সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এ ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে এবারের ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। তবে মানুষের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণ যেন মসৃণ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

সারাবাংলা/কেআইএফ/ইআ

ঈদুল ফিতর ছুটি ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর