Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও বোনাস হয়নি ৭২ শতাংশ শিল্প-কারখানায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ২২:২৮

ঢাকা: এখনও ৭২ শতাংশ শিল্প-কারখানায় ঈদের বোনাস হয়নি। রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত বোনাস হয়েছে মাত্র ২৮ শতাংশ কারখানায়। শিল্প পুলিশের সর্বশেষ এক পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

শিল্প পুলিশের তথ্যমতে, ৯ হাজার ৬১৬টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়েছে ২ হাজার ৬৬৫টির। বোনাস বকেয়া রয়েছে ৬ হাজার ৯৫১টি কারখানার। এখন পর্যন্ত বোনাস দেওয়া হয়েছে ২৮ শতাংশ কারখানায় ও বকেয়া রয়েছে ৭২ শতাংশ কারখানার।

বিজ্ঞাপন

তথ্যমতে, বিজিএমইএ’র ১ হাজার ৬৩১টি কারখানার মধ্যে ৩৮৪টি কারখানায় বোনাস দেওয়া হয়েছে। এখনও বোনাস হয়নি ১ হাজার ২৪৭টি কারখানার। বিকেএমইএ’র তালিকাভুক্ত ৭০০ টি কারখানার মধ্যে ২৫২ টি কারখানায় বোনাস হয়েছে, এখনও বোনাস হয়নি ৪৪৮ টি কারখানার।

বিটিএমএ’র তালিকাভুক্ত ৩৫৮ টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ৯২ টির, বোনাস হয়নি ২৬৬ টি কারখানার। বেপজার ৩৪৫টি কারখানার মধ্যে ১৪৫টির বোনাস হয়েছে, বোনাস হয়নি এখনও ২০০ টির। অন্যান্য শিল্প কারখানার ৬ হাজার ৪৯৯ টির মধ্যে ১ হাজার ৭৭৫ টির বোনাস হয়েছে, বোনাস হয়নি ৪ হাজার ৭২৪ টির।

জানতে চাইলে বিজিএমইএ’র সহ সভাপতি শহীদুল্লাহ আজীম সারাবাংলাকে বলেন, ‘বিজিএমইএ’র সদস্যভুক্ত কারখানাগুলোয় মধ্যে ৯০ শতাংশে মার্চ মাসের বেতন হয়ে গেছে। রোববার পর্যন্ত প্রায় ৫২ শতাংশ কারখানায় বোনাস দেওয়া হয়েছে। ঈদের ছুটির আগেই সব কারখানায় বেতন বোনাস হয়ে যাবে।’

জানতে চাইলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সারাবাংলাকে বলেন, ‘বড় বড় কারখানায় ইতোমধ্যে বেতন-বোনাস হয়ে গেছে। কিছু কিছু কারখানায় ছুটির আগের দিন ২০ তারিখও বোনাস হবে। এবার বেশিরভাগ কারখানায় ২০ থেকে ২৮ তারিখ ঈদের ছুটি থাকার কথা। আবার কেউ কেউ ১ মে পর্যন্তও ছুটি দিয়ে দিয়েছে। আশা করা যায় বেতন বোনাস নিয়ে এবার কোন সমস্যা হবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বেতন-বোনাস শিল্প কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর