Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের আয়ু কমে আসছে: আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ২৩:৫৬

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ডিজিটাল আইনসহ সব কালাকানুন আইন দেখে মনে হচ্ছে সরকারের আয়ু কমে আসছে। আমরা সবাই যেহেতু একযোগে রাস্তায় নেমেছি, সেহেতু সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব।’

রোববার (১৬ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতিক, কূটনীতিক ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘যে কোনো কিছুর বিনিময়ে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। আমরাও যে কোনো কিছুর বিনিময়ে এই দানব সরকারকে ক্ষমতা থেকে হঠাব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আর কতদিন আমাদের মাথা নিচু করে চলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। হাতে সময় আর বেশি নেই।’

জেএসসির সভাপতি অ স ম আব্দুর রব বলেন, ‘মানুষের আহাজারি বাড়ছে, কিন্তু সরকার দর্শকের ভূমিকায়। সরকার নিজে কূটনৈতিক রীতি-নীতি ভঙ্গ করে বহির্বিশ্ব নিয়ে যে বক্তব্য দিচ্ছে, তা নীতি বিবর্জিত। রাজনীতির স্বার্থে নয়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজপথে নামতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশ এখন গভীর সংকটে। বারবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে, ক্ষমতাসীন দলের ঘরের ভেতরেও আগুন লেগেছে। পাপ চাপা থাকে না, খুন ও গুমের কথা শুধু দেশবাসী নয়, বিশ্ব অবগত।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক রাশেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারে (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর।

এ সময় ব্রিটিশ হাই কমিশনের রাজনৈতিক সচিব টমবার্গ, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে, ভারতীয় দূতাবাসের প্রেস মিনিস্টার রাজেশ অগ্নীহত্রী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর