Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের ছাদের পলেস্তারা ভেঙে দুদক কর্মকর্তা আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৩ ১৩:০০

ঢাকা: নিম্ম আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা ভেঙে পড়ে মারাত্মক আহত হয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো. আমিনুল ইসলাম।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারা ভেঙে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন সহকারী পরিচালক আমিনুল ইসলাম। তাৎক্ষণিকভাবে ন্যাশনাল মেডিকেলে নিয়ে তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। এরপর তাকে বাসায় পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম সিজেএম এর নতুন ভবনে আমাদের অফিসের জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু নতুন ভবনের পরিবর্তে আমাদের জায়গা হয় পুলিশ সুপার কার্যালয়ের তৃতীয় তলায়। ভবনটি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। আমিনুল ইসলামের ওপর যেভাবে পলেস্তারা ভেঙে পড়েছে, তাতে প্রাণহানিসহ আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এখন আমাদের সবাই আতঙ্কের মধ্যে আছে। আমরা দ্রুত এখান থেকে নিরাপদ স্থানে আমাদের অফিসটি স্থানান্তরের দাবি জানাচ্ছি।’

মহানগর সিনিয়র স্পেশাল জজের অধিক্ষেত্রাধীন দুদকের জিআর শাখাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সংলগ্ন ঢাকার পুলিশ সুপার কার্যালয়ের তিনতলায় অবস্থিত। পুরনো এই ভবনে আগে কয়েকটি এজলাস থাকলেও এখন তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সরিয়ে নেওয়া হয়েছে।

পুরনো এই ভবনে দুদক জিআর অফিস স্থানান্তরে এখন আতঙ্কিত সংস্থাটির প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা। দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বলেন, ‘আমাদের অফিস আগে ছিল জেলা জজ আদালত সংলগ্ন পুরাতন সিজেএম আদালতের পাশে। পরবর্তীতে সিজেএম আদালতের পুরনো ভবন ভেঙে সিএমএম আদালতের পাশে নতুন ভবন করা হয়।’

সারাবাংলা/এআই/ইআ

টপ নিউজ দুদক কর্মকর্তা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর