Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ে সরকারি অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩ ১৪:২৯

ভারতের মহারাষ্ট্রে একটি সরকারি অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। আরও ৫০ জন অসুস্থকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে খোলা আকাশে অনুষ্ঠানটি চলছিল।

অনুষ্ঠানে মহারাষ্ট্র সরকার সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে মহারাষ্ট্রভূষণ সম্মান দিচ্ছিল। অনুষ্ঠানটি নবি মুম্বাইয়ের মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পুরস্কার আপ্পাসাহেবের হাতে তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস উপস্থিত ছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১টায় অনুষ্ঠান শেষ হয়। রোদে বসে থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর