Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৩ ১৫:২৮

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেননি হাইকোর্ট।

সোমবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিজানুর রহমানের জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে মিজানের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান।

২০১৯ সালের ২৪ জুন মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মিজান ওই বছরের ১ জুলাই হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত মিজানকে পুলিশের হাতে তুলে দেন।

সারাবাংলা/কেআইএফ/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর