Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে জাপার মেয়র প্রার্থী সাবেক সচিব নিয়াজ উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৩ ১৫:৪৭

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন।

সোমবার (১৭ এপ্রিল) দলের চেয়ারম্যান জিএম কাদের তাকে মনোনয়ন দেন। এ সময় দলের সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

এম এম নিয়াজ উদ্দিন ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অবসরে যান।

জাপার মনোনয়ন পাওয়া প্রসঙ্গে এম এম নিয়াজ উদ্দিন সারাবাংলাকে বলেন, গাজীপুরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে গাজীপুরকে আমি সুন্দর আদর্শিক বুদ্ধিবৃত্তিক সবুজ শহর হিসেবে গড়ে তুলব। গাজীপুর হবে অন্যান্যদের কাছে রোল মডেল।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গাজীপুরে ইতোমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির মনোনয়ন পেয়েছেন আজমত উল্লাহ খান।

সারাবাংলা/এএইচএইচ/আইই

এম এম নিয়াজ উদ্দিন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর