Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার আগুন নিয়ে খেলছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৩ ২১:৫৫

ঢাকা: সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ এপ্রিল) রাজারবাগ হোটেল হোয়াইট হাউজে রাজনীতিবিদের সম্মানে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে। তারা একদিকে বাজারে বাজারে আগুন দিচ্ছে। অন্যদিকে মানুষের সমস্ত ইচ্ছা-আশা-আকাঙ্ক্ষাকে আগুনে ঝালসিয়ে দিচ্ছে। পুরো ব্যাপারটিই হচ্ছে তাদের (সরকার) সাজানো, তৈরি করা। সে জন্য বললাম- আজকে তারা আগুন নিয়ে খেলা শুরু করেছে।’

‘এই আগুন নিয়ে খেলা করে লাভ হবে না, আগুনে কিন্তু আপনারাই (ক্ষমতাসীনরা) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের দায় সিটি করপোরেশনের’— এমন মন্তব্য করে করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী নিউ সুপার মার্কেটে আগুন লাগার পরে বললেন যে, এটিতে বিএনপি এবং জামায়াত জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অথচ সুপার মার্কেটের ব্যবসায়ীরা পরিষ্কার করে বলছেন, ঢাকা সিটি করপোরেশনের লোকেরা এসেছিল ভোর সাড়ে ৫টার সময়। তারা ড্রিল মেশিন নিয়ে এসেছিল। যখন ড্রিল দিয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি ভাঙছিল, তখন আগুন লেগে যায়। তারা চেষ্টা করেছিল আগুন নেভানোর জন্য। কিন্তু আগুন যখন ছড়িয়ে পড়ে তখন তারা পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘আমরা এ্খন যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে একটিই মাত্র পথ খোলা আছে, সেই পথ হচ্ছে আন্দোলনের পথ। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা আন্দোলন শুরু করেছি আমাদের সেই একাত্তর সালের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য, আমরা আন্দোলন শুরু করেছি আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, আমরা আন্দোলন শুরু করেছি আমাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকবার অধিকার, একটি সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করবার জন্য।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা মানু্ষরে কাছে এই কথাটা বলতে চাই, এখন সবাইকে রুখে দাঁড়াতে হবে। রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন সবাইকে একযোগে এই সরকার যারা আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে, যারা আমাদের অর্জনগুলোকে ধবংস করেছে, তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগনের একটি সরকার, জনগণের একটি পার্লামেন্ট গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘আমি জানি না, আজকে সেই আওয়ামী লীগ আছে কিনা, সেই আওয়ামী লীগ যুদ্ধের সময়ে একটা ইতিবাচক নেতৃত্বে মধ্যে দিয়ে চলছিল, সেই আওয়ামী লীগের হাতেই আজকে মানুষের সমস্ত আশা-আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করেছে। সবচেয়ে বড় যে অপরাধটি আওয়ামী লীগের এই সরকার করেছে তা হল, আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান তারা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ পুরনো রাজনৈতিক দল যে এতো রাজনৈতিক দেউলিয়াপনার মধ্যে পড়েছে এটা আমরা ভাবতেও পারি না।’

মির্জা ফখরুল বলেন, ‘সংবিধানের কথা বলছে। সংবিধান কারা পরিবর্তন করেছে, কীভাবে করেছে, সেটি এদেশের সব মানুষ জানে। আমরা পরিষ্কার করে বলতে চাই এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়। ন্যুনতম যে অধিকার তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হবে, তাদের কথা বলার জন্য পার্লামেন্টে লোক থাকবে এবং সেখানে কথা বলতে পারবে।’

গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে ও গণতন্ত্র মঞ্চের নেতা রাশেদ খানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসডির আসম আবদুর রব, বিএনপির আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাসদের নাজমুল হক প্রধান, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জাগপার খন্দকার লুতফুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, পিপলস পার্টির আবদুল কাদের, প্রগতিশীল ন্যাপের পরশ ভাসানী প্রমুখ।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বরকত উল্লাহ বুলু, জহির উদ্দিন স্বপন, শামা ওবায়েদ, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া, নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, পিপলস পার্টির বাবুল সর্দার চাখারী, ন্যাপ ভাসানী আজহারুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

বিএনপি মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর