Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ০৮:৩৭

ঢাকা: রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এরপর রাত ২টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান।

সোমবার (১৮ এপ্রিল) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। মো. আক্তারুজ্জামান বলেন, ‘রাত ১টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাওয়ার পরে দ্রুতই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। এরপরে রাত ২টা ৪০ মিনিটে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

তিনি বলেন, ‘পাশের একটি ট্রান্সফরমার ব্লাস্ট হলে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকে বেবিশপ নামের দোকানে আগুন লাগে। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বেবিশপ শোরুম। এর ওপরের তলার ফ্ল্যাটগুলো ছিল আবাসিক।’

তিনি আরও বলেন, ‘ওই ভবনের কোনো ক্রটি ছিল কিনা তা তদন্ত করে পরে জানানো হবে।’

সারাবাংলা/এসবি/এমও

আগুন আগুন নিয়ন্ত্রণে টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর