Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত থেকে জঙ্গি ছিনতাই: সমন্বয়ক সোহেলের স্ত্রী ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৬:৫৮

ঢাকা: নিম্ন আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় মূল সমন্বয়ক পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী ফাতেমা তাসনীম শিখার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়াও আশ্রয়দাতা হুসনা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুই দফায় আট দিনের রিমান্ড শেষে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

এদের মধ্যে হুসনা আক্তার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং ফাতেমা তাসনীমের পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামি হুসনা আক্তারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত ফাতেমা তাসনীমেরর তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ৮ এপ্রিল এ দুই আসামির পাঁচ দিনের এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, গত বছর ২০ নভেম্বর দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

গত ৭ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এআই/এনইউ

আদালত ছিনতাই জঙ্গি

বিজ্ঞাপন

পুরনো ফোনকে নতুন করার উপায়
২৮ জুলাই ২০২৫ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর