Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমত উল্লাহর মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৭:৪৮

চিত্রনায়ক শাকিব খান

ঢাকা: চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ঢাকার আদালতে মামলা করেছেন প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৩ এপ্রিল তিনি এ মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে গত ১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে রহমত উল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। তবে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।

গত ২৩ মার্চ চাঁদাদাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

গত ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শাকিব খান। মামলার অভিযোগের বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

সারাবাংলা/এআই/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর