Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৮:০৮

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা ও উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৮ এপ্রিল)।

২০২০ সালের এদিনে (১৮ এপ্রিল) ৮৬ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে ঢাকায় বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রায় ছয় মাস পর তিনি মারা যান। রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন হয়।

আইনমন্ত্রী আনিসুল হক তার মায়ের রুহের মাগফিরাত কামনায়  আজ কসবা উপজেলায় তার গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠানের পাশাপাশি সেখানকার বিভিন্ন এতিমখানায় খাবার পরিবেশনের ব্যবস্থা করেছেন।

এ ছাড়া আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা-কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সারাবাংলা/কেআইএফ/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর