।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিদ্যুৎ না থাকায় শাহবাগে বারডেম হাসপাতাল ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ হয়ে গেছে উভয় হাসপাতালের একাধিক অস্ত্রোপচার কক্ষ।
মেট্রোরেলের কাজের কারণে সোমবার (৭ মে) ভোর ৩টার দিকে এ এলাকার বিদ্যুৎ লাইন কাটা পড়ে। কিন্তু ১৩ ঘণ্টাতেও ( বিকেল ৪টা) বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ সরবরাহ না থাকায় হাসপাতাল দুটির চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় উভয় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থাপনায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছে তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই বিদ্যুৎ দিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিগুলো বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে না পেরে হাজার হাজার রোগী চরম দুর্ভোগে পড়েছেন।
বারডেম হাসপাতালের এক চিকিৎসক জানান, এই হাসপাতালে একাধিক অস্ত্রোপচার কক্ষ রয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সার্জারি ইউনিটের তিনটি অস্ত্রোপচার কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগে ভর্তি থাকা রোগীর অস্ত্রোপচার বাতিল করা হয়েছে বিদ্যুতের অভাবে।
বারডেমে ভর্তি থাকা রোগীর স্বজনরা জানান, ওয়ার্ডে থাকা রোগীরা পর্যাপ্ত আলো-বাতাস পাচ্ছেন না।
চিকিৎসরকরা জানিয়েছেন, ওয়ার্ডগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় বাইরে থেকে বাতাস ঢোকার ব্যবস্থা নেই। এখন বিদ্যুৎ না থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে।
বারডেমের একটি সূত্র জানিয়েছে, তারা জানতে পেরেছেন বিদ্যুৎ বিভাগ কাজ করছে। এরইমধ্যে দুইবার বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সফল হয়নি। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।
বারডেমের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাসপাতালের জরুরি বিদ্যুৎ সরবরাহ রয়েছে, সেটা দিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বেশিক্ষণ চালু রাখা সম্ভব নয়। বেশকিছু বড় অস্ত্রোপচার বাতিল করা হয়েছে।’
হাসপাতালের লিফট অপারেটর বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘জেনারেটর দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় কেবলমাত্র একটি লিফট চালু রাখা হয়েছে। বাকি লিফটগুলো বন্ধ রয়েছে। একটিমাত্র লিফট চালু থাকায় রোগীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে।’
সারাবাংলা/জেএ/একে