Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল থেকে ঈদের দিন পর্যন্ত চলবে না ট্রাক-লরি-কাভার্ডভ্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ২৩:১৪

ঢাকা: আসন্ন ইদুল ফিতরে ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে মহাসড়কে বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদের দিন পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণপরিবহন সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রফতানিপণ্যবাহী যানবাহন, ওষুধ, সার, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকা রাখতে হবে। ঈদের পূর্বের সাতদিন থেকে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।

সারাবাংলা/এসবি/একে

কাভার্ডভ্যান টপ নিউজ ট্রাক লরি

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর