Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটকির হিমাগারে বিস্ফোরণ-আগুন, আহত ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ১০:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে শুটকির একটি কোল্ড স্টোরেজে বিস্ফোরণ ও আগুন লেগেছে। এতে দোতলা ভবনটির দেয়াল ধসে পড়েছে। আহত হয়েছেন কমপক্ষে চারজন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালীতে ‘জনতা কোল্ড স্টোরেজে’ বিম্ফোরণের পর আগুন লাগে।

নগরীর আগ্রাবাদের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য আসে নিয়ন্ত্রণ কক্ষে। সাতটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ারকর্মীরা ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দেওয়াল ধসে একজন আহত হয়েছে।

তবে আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মো. তারেক(২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) এবং রবিন(২২)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, দেওয়াল ধসে আহত চারজনকে রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সারাবাংলাকে বলেন, ‘শুটকির কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাসের পাইপ বিস্ফোরণের পর আগুন লেগেছিল বলে আমাদের ধারণা। কারণ, আগুন লাগার পর গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে লোকজনের শ্বাসকষ্ট হচ্ছিল।’

সারাবাংলা/আরডি/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর