Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ১৮:১৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৮:২০

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট নুনতোর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ছোট নুনতোর গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে সিয়াম (১০) এবং একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। তারা দুইজনই মাদরাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুই শিশু বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিলো। পুকুরে জুতা পড়ে থাকতে দেকে সেটা তুলতে গিয়ে পানিতে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুই শিশুটিকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল আলী মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সারাবাংলা/এনইউ

ঠাকুরগাঁও ডুবে পুকুর মৃত্যু শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর