সকালে ২ বাসের চাপায় আহত, বিকেলে মৃত্যু
১৯ এপ্রিল ২০২৩ ২২:৫৯
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে এম এ মতিন সরকার (৫০) নামে এক ব্যক্তি আহত হন। তবে বিকেলে তিনি মারা গেছেন। ওই ব্যক্তি নরসিংদীর পলাশ বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মতিনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নরসিংদীর পলাশ বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন তিনি। পাশাপাশি এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন।
নিহতের শ্যালক মো. আরাফাত হোসেন রায়হান জানান, সকালে যাত্রাবাড়ী বাজারে যান আব্দুল মতিন। সেখান থেকে বাজার করে বাসায় ফিরছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় আহত হন তিনি। এ সময় পায়ে আঘাত পেলেও কোনো রক্তক্ষরণ হয়নি। আহত অবস্থায় এক ট্রাফিক সার্জেন্ট তাকে বাসায় পৌঁছে দেন।
তিনি জানান, এর পর নিজের হোমিওপ্যাথি ওষুধ সেবন করে বিছানায় শুয়েছিলেন মতিন সরকার। সন্ধ্যার দিকে নড়াচড়া না করায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম