আজ থেকে আন্তঃদেশীয় ট্রেন মৈত্রী চলাচল বন্ধ
২০ এপ্রিল ২০২৩ ১৫:৫২
ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করা মৈত্রী ট্রেন বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ঈদে ঘরমুখী মানুষের ওপরে যাতে চাপ না পরে এবং ট্রেনের শিডিউল ঠিক রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল (আজ) থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ঢাকা-কোলকাতা রুটে চলাচল করা ট্রেন মৈত্রী যাত্রী সেবা বন্ধ রাখবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, মৈত্রী এক্সপ্রেসে যাত্রী পরিবহন বন্ধ রাখা হলেও খুলনা-কোলকাতা রুটে চলাচলকারী ট্রেন বন্ধন এক্সপ্রেস চলাচল করবে। ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগে ২০ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ২২ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সকল মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে।
এ প্রসঙ্গে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘নিরাপদ ও সুষ্ঠু ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেখানে কর্মকর্তাদের জরুরি ডিউটি দেওয়া হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন শিডিউল অক্ষুন্ন রাখতে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘রেল সেতুগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষার ব্যবস্থা থাকছে। যে কোনো জরুরি প্রয়োজনে রিলিফ ট্রেনগুলোর নিজ নিজ অবস্থানে প্রস্তুত রাখা হবে।’
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে বন্ধ রাখা হয়েছে মিতালী এক্সপ্রেস।
সারাবাংলা/জেআর/ইআ