জয়পুরহাটে ১০ টাকায় ঈদ বাজার
২০ এপ্রিল ২০২৩ ১৭:১০
জয়পুরহাট: ১০ টাকায় মিলছে হাজার টাকার ঈদ বাজার। এক দিনের জন্য দশ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, দুধ, চিনি, নুডুলস, গরুর মাংস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। বিষয়টি অবাক করার মতো হলেও এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটে। বছর ঘুরে আসা ঈদের আনন্দকে ভাগ করে নিতেই প্রতি বছরের মতো জয়পুরহাটে এবারও সমাজের অসহায় গরিব-দুস্থ মানুষদের জন্য আয়োজন করা হলো ১০ টাকার ঈদ বাজার।
আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে আজিজ রেজিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই ঈদ বাজারের আয়োজন করা হয়। ব্যতিক্রমী ঈদ বাজারের উদ্বোধন করেন আজিজ রেজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম। ঈদ সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে গরিব-দুস্থ মানুষেরা মাত্র ১০ টাকায় এইসব পছন্দের পূর্ণ নিতে পারছেন।
এ সময় আজিজ রেজিয়া ফাউন্ডেশনের পরিচালক কায়কোবাদ আরাম, ইলিয়াস হোসেন, জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য শাকিল হোসেন উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘বছর ঘুরে আসে ঈদ আর এই ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং স্বল্প আয়ের অসহায় গরিব-দুস্থ মানুষদের ১০ টাকায় মাধ্যমে নতুন পোশাক ও হাজার টাকার ঈদ বাজার দিতে এমন আয়োজন।’
তিনি আরও জানান, ঈদ আনন্দ ভাগাভাগি করতে সমাজের অসহায় গরীব ও দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছে এই ফাউন্ডশন।
সারাবাংলা/ইআ