Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ০০:১২

ঢাকা: শতভাগ কারখানায় মার্চের বেতন ও ঈদের বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সংগঠনের মহাসচিব ফয়জুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ’র সদস্যভুক্ত মোট ২ হাজার ১৫১টি কারখানার মধ্যে ঢাকায় চালু রয়েছে ১ হাজার ৮৯৪টি আর চট্রগ্রামে ২৫৭টি। শতভাগ কারখানায় মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

এতে বলা হয়, ঈদ-উল-ফিতরের উৎসব ভাতা দেওয়া হয়েছে ২ হাজার ১৪৫টি অর্থাৎ ৯৯ দশমিক ৭২ শতাংশ কারখানায়। অবশিষ্ট ছয়টি কারখানায় উৎসব ভাতা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিজিএমইএ’র অনুরোধের পরিপ্রেক্ষিতে পোশাক কারখানাগুলো ১৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ২০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের ছুটি দিয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

পোশাক কারখানা বেতন-বোনাস শতভাগ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর